টাঙ্গাইলে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা - বাসাইল নতুন সংবাদ ডটকম
|
ads
  • টাঙ্গাইলে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা


     




    টাঙ্গাইলে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা




    নিজস্ব  প্রতিবেদক:


    টাঙ্গাইলের বাসাইলে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেছে  ভ্রাম্যমাণ আদালত।



    রোববার (৫ জানুয়ারি) রাতে উপজেলার কাউলজানী ইউনিয়নের সেহরাইল গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। 



    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বেশ কিছু এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল। 
     এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত আইন ২০২৩)এর  ৭(ক)১৫ ধারায় ১টি মামলায় কাউলজানি ইউনিয়নের সেহরাইল গ্রামের আঃ আজিজ মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন রাজীবকে ৫০হাজার টাকা জরিমানা আদায় করেন।

    ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র ভেকু দিয়ে মাটি কেটে বিক্রয় করে আসছে।

     ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

    মোঃমিনহাজ উদ্দিন সুমন 

    টাঙ্গাইল
    ০৬-০১-২৫