বাসাইলে দরিদ্র রোগীদের মাঝে দশ লক্ষ টাকা বিতরন - বাসাইল নতুন সংবাদ ডটকম
|
ads
  • বাসাইলে দরিদ্র রোগীদের মাঝে দশ লক্ষ টাকা বিতরন


     

    টাঙ্গাইলের বাসাইলে এক শত দরিদ্র রোগীর মাঝে দশ লক্ষ টাকা বিতরন করেছে শিল্প প্রতিষ্ঠান লাবিব গ্রুপ

    নিজস্ব প্রতিবেদক :


    সোমবার সকালে স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে  শত রোগীদের মাঝে এ উপহার বিতরন করা হয়। 
    এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: আকলিমা বেগম। 

    এ সময় তিনি বলেন, সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে দরিদ্র রোগীদের মাঝে অর্থ বিতরনের এ আয়োজন করায় গ্রুপটির কর্ণধান সালাউদ্দিন আলমীর (রাসেল) কে আমি ধন্যবাদ জানাই। আগামীতে লাবিব গ্রুপ হতদরিদ্রদের মাঝে নানামুখী উপহার সামগ্রী বিতরনের মাধ্যে এ ধারা অব্যাহত রাখবে বলে আমি মনে করি। সমাজের বিত্তবানদের এমন কাজে এগিয়ে আসার আহ্বান করেন তিনি।

    এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লাবিব গ্রুপের ডিএমডি মাহমুদল আলম মনির, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম, সৈয়দ নিজামুল রুপন প্রমুখ।