বাসাইলে ৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন
নিজস্ব প্রতিবেদকঃ
“একটি শিশু, একটি স্বপ্ন -ফুলের সাথে বিকাশিত হোক আগামীর প্রজন্ম” এই স্লোগান সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে ৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: আকলিমা বেগম।
বুধবার (২৫ জুন) সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের হালুয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কমলমতি শিশুদের নিয়ে বৃক্ষরোপন শুরু করেন ।
এতে একযোগে ৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৩৭টি গাছ রোপন করা হয়। গাছগুলো মধ্যে রয়েছে কৃষ্ণচূড়া, জারুল এবং সোনালু ।
বৃক্ষরোপনে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা,উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম খান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হযরত আলী,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: হিরা মিয়া,উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম সহ প্রমুখ।