বঙ্গবীর কাদের সিদ্দিকীর উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল - বাসাইল নতুন সংবাদ ডটকম
|
ads
  • বঙ্গবীর কাদের সিদ্দিকীর উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল

     



    নিজস্ব প্রতিবেদকঃ

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গাইল শহরের সোনার বাংলাতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবন সোনার বাংলাতে মিলাদ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    এসময় কৃষক-শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন,আমি মনে করব, আমি একা মানুষ।আগামীকাল আমার জন্য সূর্য উঠবে একা।বঙ্গবন্ধু মারা গেছে ৫০ বছর।যে মানুষটা না হলে বাংলাদেশ হতো না।সেই মানুষটির জন্য মিলাদ পড়া যাবে না।আলোচনা করা যাবে না।ঐরকম সবকিছু বিলিয়ে দিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো।আপনাদের কারও মধ্যে চেতনা নাই।

    কাদেরিয়া বাহিনীর সূত্রে জানা যায়,আগামীকাল কাদের সিদ্দিকী ভিন্নভাবে মাকড়াই দিবস পালনের উদ্যোগ নিয়েছেন। কাদেরিয়া বাহিনীর জীবিত মুক্তিযোদ্ধাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

    উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ আগস্ট পাকিস্তানি সৈন্যদের সঙ্গে টাঙ্গাইলের ঘাটাইলে মাকড়াই অঞ্চলে যুদ্ধে আহত হয়েছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। এরপর থেকে দিনটিকে মাকড়াই দিবস হিসেবে পালন করে কাদেরিয়া বাহিনী কৃষক শ্রমিক জনতা লীগ।