বাসাইলে নব্বেছ চাঁনের ওরশে হাজারো ভক্তের ঢল - বাসাইল নতুন সংবাদ ডটকম
|
ads
  • বাসাইলে নব্বেছ চাঁনের ওরশে হাজারো ভক্তের ঢল


     বাসাইলে নব্বেছ চাঁনের ওরশে হাজারো ভক্তের ঢল

     

    নিজস্ব প্রতিবেদক:

    টাঙ্গাইলের বাসাইলে শাহসুফী সাধক নব্বেছ চাঁন (রঃ) পাগলের দরবার শরীফের উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপি ঐতিহাসিক ৩৭তম পবিত্র ওরশ মোবারক। এ উপলক্ষ্যে বাসাইল উপজেলার বার্থা গ্রামে নব্বেছ চাঁনের মাজারে হাজারো ভক্ত আশেক-আশেকানের ঢল নেমেছে। ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ওরশের মূল কার্যক্রম পরিচালিত হলেও কয়েকদিন আগে থেকেই ভক্তদের আগমনে মাজার এলাকা মুখোরিত হয়ে উঠেছে।


    ওরশ উপলক্ষে মাজারের পাশে বসেছে ঐতিহ্যবাহী গ্রাম্য মেলা। এছাড়া মিলাদ মাহফিল, তবারক বিতরণ ও আধ্মাতিক সঙ্গীত পরিবেশন করা হচ্ছে। ওরশের প্রথম দিনে দেশ বরেণ্য বাউল শিল্পী অন্ধ আনোয়ার সরকার ও সালাম সরকার আধ্মতিক সংগীত পরিবেশন করেন এবং দ্বিতীয় দিনে  সংগীত পরিবেশন করবেন মনির সরকার ও নুরে আলম দেওয়ান ।


    নব্বেছ চাঁন (রঃ) দরবার শরিফের ওরশ উদযাপন কমিটির আহ্বায়ক মামুন আল জাহাঙ্গীর  জানান, অত্যন্ত সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ওরশের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিবেশ স্বাভাবিক রাখতে জন্য বহু সংখ্যক সেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে। নব্বেছ চাঁন (রঃ) স্বরণে প্রতিবছরই এই ওরশের আয়োজন করা হয়।


    মোঃমিনহাজ উদ্দিন সুমন 

    বাসাইল, টাঙ্গাইল 

    তারিখঃ১৮-০২-২০২৪