তক্তারচালা বণিকের সভাপতি নাজমুল সম্পাদক ছানোয়ার নির্বাচিত - বাসাইল নতুন সংবাদ ডটকম
|
ads
  • তক্তারচালা বণিকের সভাপতি নাজমুল সম্পাদক ছানোয়ার নির্বাচিত


     তক্তারচালা বণিকের সভাপতি নাজমুল সম্পাদক ছানোয়ার নির্বাচিত


    নিজস্ব প্রতিবেদক :


    টাঙ্গাইলের সখিপুর উপজেলার তক্তারচালা বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার ,  সভাপতি নির্বাচিত হয়েছে নাজমুল হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে ছানোয়ার হোসেন। অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি পদে রানা আহমেদ যুগ্ম সম্পাদক পদে শ্রী সুবাস সূত্রধর কোষাধক্ষ্য আলহাজ্ব ও সম্মানিত সদস্য পদে আয়নাল হক নির্বাচিত হয়েছে। উল্লেখ্য ভোট প্রদান ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার  সকাল ৮.০০ ঘটিকা থেকে শুরু হয়ে বিকেল ৪.০০ ঘটিকা পর্যন্ত চলে। বাজার বণিক সমিতির মোট ভোটার সংখ্যা  ৪২৮ জন। ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করে ৩৯১ জন এরমধ্যে ১৩টি ভোট বাতিল বলে গণ্য হয় এবং ৩৭৮ টি সঠিক ভোটের মধ্যে নাজমুল হোসাইন মোটরসাইকেল প্রতীকে ২১৫টি, ছানোয়ার হোসেন আনারস প্রতীকে ২১৪ টি, রানা আহমেদ হরিন প্রতীকে ২১৪ টি, শ্রী সুবাস সূত্রধর টিউবয়েল প্রতীকে ২০৯ টি আলহাজ্ব কাপ পিরিচ প্রতীকে বিনা প্রতিদ্বন্দিতায় এবং সম্মানিত সদস্য হিসেবে আয়নাল হক মই প্রতীকে ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।


    মোঃমিনহাজ উদ্দিন সুমন 


    বাসাইল টাঙ্গাইল 

    ২৬/০২/২০২৫