টাঙ্গাইলে জেলা আওয়ামীলীগের কার্যালয় ভাঙ্গচুর
টাঙ্গাইলে জেলা আওয়ামীলীগের কার্যালয় ভাঙ্গচুর
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে তারা ভেকু মেশিন নিয়ে এসে শহরের মেইনরোডে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙা শুরু করে। এ সময় বিক্ষুব্ধ জনতাকে উল্লাস করতে দেখা যায়।
জানা গেছে, বিপুল সংখ্যক ছাত্র-জনতা আওয়ামী লীগ ও শেখ হাসিনাবিরোধী বিভিন্ন স্লোগানসহকারে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমবেত হন। পরে ভেকু দিয়ে দলীয় কার্যালয়টি গুঁড়িয়ে দেন।
এদিকে, কার্যালয়টি ভাঙার পর একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি প্রয়াত ফজলুর রহমান খান ফারুকের বাসাও ভাঙচুর করে।এছাড়াও সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একই এলাকায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইলের সাবেক পৌর মেয়র জামিলুর রহমান মিরনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, 'ভাঙচুরের বিষয়টি শুনি নাই।
এর আগে, গত ৪ আগস্ট টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় এবং জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার বাড়ি ভাঙচুর করেছিল ছাত্র-জনতা।
মোঃমিনহাজ উদ্দিন সুমন
বাসাইল,টাঙ্গাইল
০৬-০২-২৫