টাঙ্গাইলে ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষে অটোচালক নিহত
টাঙ্গাইলে ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষে অটোচালক নিহত
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের বাসাইলে ব্যাটারি চালিত অটোরিকশা ও ট্রাক্টরের সাথে সংঘর্ষে অটোচালক বাপ্পি(২৫) নিহত হয়েছেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা বাসাইল-কাউলজানী সড়কের কলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাপ্পি উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্যা পশ্চিমপাড়া সরাকার বাড়ির লিটন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান,রোববার সকাল ১০টার দিকে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বাপ্পি বাসাইলের দিকে যাচ্ছিলেন।বাসাইল-কাউলজানী সড়কের কলিয়া এলাকায় পৌঁছালে মাটির বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক বাপ্পি গুরুতর আহত হলে তাকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে দায়িত্বরত চিকিৎসক লিপি আক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জালাল উদ্দিন জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃমিনহাজ উদ্দিন সুমন
বাসাইর,টাঙ্গাইল
০৯-০২-২৫
