হত্যা মামলার মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার, গাজীপুর থেকে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত কয়েদী রিপন নাথ ঘোষ (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প
হত্যা মামলার মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার, গাজীপুর থেকে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত কয়েদী রিপন নাথ ঘোষ (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প
নিজস্ব প্রতিবেদক :
র্যাব তাঁর প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাসবাদ, মাদক, অস্ত্র, অপহরণ, চোরাচালান, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বেআইনী কর্মকাণ্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যাক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
গত ০৫ আগস্ট ২০২৪ তারিখে সরকার পতনের সময় দেশের আইন-শৃঙ্খলার নাজুক পরিস্থিতির সুযোগ নিয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার গাজীপুর থেকে অন্যান্য বন্দীদের সাথে গ্রেফতারকৃত কয়েদী কারাগার থেকে পালিয়ে যায়। উক্ত ঘটনায় সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে উক্ত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং আসামির অবস্থান শনাক্তের জন্য সর্বাত্মক চেষ্টা করতে থাকে।
এরই প্রেক্ষিতে, র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল ১৩ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখ সময় অনুমান রাত ০০:৩০ ঘটিকায় টাঙ্গাইল জেলার সদর থানাধীন রাবনা বাইপাস এলাকা থেকে উক্ত জেল পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদী নং-৫৮৯১/এ রিপন নাথ ঘোষ (৪৫), পিতা-নারায়ন নাথ ঘোষ, সাং- পাকুল্লা ঘোষপাড়া, থানা-মির্জাপুর, জেলা-টাঙ্গাইল'কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গাজীপুর কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
