বাসাইলে বিনামূল্যে পাট উৎপাদনকারী চাষীদের পাট বীজ ও সার বিতরণ - বাসাইল নতুন সংবাদ ডটকম
|
ads
  • বাসাইলে বিনামূল্যে পাট উৎপাদনকারী চাষীদের পাট বীজ ও সার বিতরণ


     বাসাইলে বিনামূল্যে পাট উৎপাদনকারী চাষীদের পাট বীজ ও সার বিতরণ

    নিজস্ব প্রতিবেদক:

    টাঙ্গাইলের বাসাইলে রবিবার (২১ এপ্রিল ২০২৫) “সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে বাসাইল উপজেলা হল রুমে বিনামূল্যে পাট চাষীদের মাঝে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের উদ্যোগে "উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ " শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরের বাসাইল উপজেলার আড়াই হাজার(২৫০০) পাট চাষীদের মাঝে কৃষক প্রতি ০১ কেজি পাট বীজ, ইউরিয়া ০৬ কেজি, টিএসপি ০৩ কেজি, এমওপি ০৩ কেজি, মোট ১২ কেজি বাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উক্ত বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মোছা: আকলিমা বেগম,পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম,যুব উন্নয়ন অফিসার জনাব মো: হযরত আলী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, উপ- সহকারী কৃষি কর্মকর্তা সরোয়ার হোসেন,উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো: সবুজ মিয়া। উপজেলা নির্বাহী অফিসার মোছা: আকলিমা বেগম সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা পাটের গুনাগুন সহ পাট চাষ বিষয়ক নানাবিধ আলোচনা করেন।