টাঙ্গাইলে মাদকসহ দুই ভাই গ্রেপ্তার - বাসাইল নতুন সংবাদ ডটকম
|
ads
  • টাঙ্গাইলে মাদকসহ দুই ভাই গ্রেপ্তার

     










    নিজস্ব প্রতিবেদক :




    টাঙ্গাইলের বাসাইলে মাদকসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ। 



    বুধবার(১৮ জুন) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কাঞ্চনপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, ওই এলাকার আছরউদ্দিনের ছেলে তানভীর(২৫) এবং তাওহীদ(২২)। রাতেই তাদেরকে বাসাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।



    বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় দীর্ঘ দিন যাবত তারা ঢাকা থেকে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদক এনে এলাকায় ব্যবসা করে আসছিল। বুধবার রাতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে ৩২পিচ ইয়াবা,২০ গ্রাম গাঁজা,৬টি মোবাইল ফোন,৫টি দেশীয় অস্ত্র অতিরিক্ত ৫টি মোবাইল সিমকার্ড এবং নগদ প্রায় ৩৫ হাজার টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।



    তিনি আরো বলেন,সেনাবাহিনীর সাথে আভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।রাতেই আসামীদেরকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহীনী।মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের নামে বাসাইল থানায় নিয়মিত মামলা (মামলা নং ৬,তারিখ ১৯ জুন) দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে।