জনগণের হাতে যতদ্রুত ক্ষমতা হস্তান্তর করা হবে ততই দেশের জন্য মঙ্গল হবে :ফকির মাহবুব আনাম স্বপন - বাসাইল নতুন সংবাদ ডটকম
|
ads
  • জনগণের হাতে যতদ্রুত ক্ষমতা হস্তান্তর করা হবে ততই দেশের জন্য মঙ্গল হবে :ফকির মাহবুব আনাম স্বপন




    নিজস্ব প্রতিবেদকঃ

    বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, বাংলাদেশ মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে বসে রয়েছে। দেশে নির্বাচন যত তারাতাড়ি হবে এবং জনগনের যাতে ক্ষমতা যত দ্রুত ক্ষমতা হস্তান্তর করা হবে, ততই দেশের জন্য মঙ্গল হবে।



    শনিবার (০৫ জুলাই) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ধিত সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 


    তিনি বলেন,বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ভালো। লন্ডনে তারেক রহমান ও ড. ইউনূসের মিটিং মোতাবেক আশা করছি আগামী ফেব্রুয়াবির মধ্যে নির্বাচন হতে পারে। সমস্ত কিছু নির্ভর করছেন সরকার ও তারেক রহমানের উপর। দেশের পরিস্থিতি ভালো। নির্বাচন হওয়ার মতো পরিস্থিতি দেশে রয়েছে। সমস্তদলগুলো নির্বাচন চায়। 



    বিএনপির এই নেতা বলেন,বিএনপির সাথে অন্য কোন দলের দ্বন্দ্ব নেই। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থাকবেই। তবে একটি জায়গায় সব ঠিক হয়ে যাবে। তাছাড়া দেশের সামগ্রিক পরিস্থিতি ভালো আছে। 


    তিনি আরও বলেন,বিএনপি করপোরেশন করছে সরকারের সাথে। ড. ইউনুস কবে নাগাদ বলবেন সিইসিকে নির্বাচনের তারিখ ঘোষণা করা যায়। বিএনপি আশা করছে দ্রুতই নির্বাচনের তারিখ ঘোষণা করবে। 


    এ সময় বর্ধিত সভায় ধনবাড়ী উপজেলা বিএনপি'র সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান সুরুজ, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ। এতে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপিসহ তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।