মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত সখিপুর হুময়ারার পরিবারকে সমবেদনা জানালেন -আযম খান - বাসাইল নতুন সংবাদ ডটকম
|
ads
  • মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত সখিপুর হুময়ারার পরিবারকে সমবেদনা জানালেন -আযম খান

     

     


    নিজস্ব প্রতিবেদকঃ


    ০১ আগষ্ট (শুক্রবার) বিকেলে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইল এর সখিপুর উপজেলার হতেয়া কেরানিপাড়ায় মেহেনাজ আক্তার হুময়ারার পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, আলহাজ এড আহমেদ আযম খান।



     এ সময় টাঙ্গাইল জেলা বিএনপি'র সভাপতি, হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক, এডভোকেট ফরহাদ ইকবাল,সখিপুর উপজেলা বিএনপি'র সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু,সেক্রেটারী আঃ বাছেদ মাস্টার, সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার মোঃ সবুর রেজা,যু বদলের আহ্বায়ক ও বিআরডিভির চেয়ারম্যান ফরহাদ ইকবাল,,কৃষক দলের সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন,,ছাত্রদল সভাপতি সৈয়দ মোঃ একাব্বর হোসেনসহ বিএনপির স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও  এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।


     এডভোকেট আহমেদ আযম খান বলেন- গত ২১জুন উত্তরার দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনার  সময় আমি বিদেশে ছিলাম, তাই আমি সময় মত আসতে পারি নাই, দেশে ফিরেই  আমি এখানে ছুটে এসেছি,আমার নেতা তারেক রহমানের নির্দেশে। তিনি বলেন আমার দল এবং নেতা কর্মীরা এ শোকাহত পরিবারের পাশে থাকবে চিরদিন। তিনি শোকাহত হুমায়রার পিতা এবং দাদাকে বুকে জড়িয়ে সমবেদনা জ্ঞাপন করেন। 



    এ সময় তিনি ঘোষণা দেন যে কেরানি পাড়া বাজার থেকে হুমায়রাদের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা করা হবে হুমায়রা নাম অনুসারে। তিনি হুমায়রার আত্মার মাগফিরাত কামনা করে নিজেই দোয়া পরিচালনা করেন।