টাঙ্গাই‌লে মশার কয়েলের আগুনে মারা গেল ৪টি গরু - বাসাইল নতুন সংবাদ ডটকম
|
ads
  • টাঙ্গাই‌লে মশার কয়েলের আগুনে মারা গেল ৪টি গরু

     


    নিজস্ব প্রতিবেদকঃ

    টাঙ্গাইলের সখীপুরে মশার কয়েল থেকে  আগুন লেগে কৃষকের চারটি গরু পুড়ে মারা গেছে। এসময় দগ্ধ হয়েছে আরও দুটি গরু।

    সোমবার (১১ আগস্ট) ভোররা‌তে রাতে উপজেলার আড়াইপাড়া গ্রামে শাহ আলম বেগ নামের এক কৃষকের গোয়ালঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


    শাহ আলম বেগ বলেন, প্রতিদিনের মতো রাতে গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। দিবাগত রাত সোয়া তিনটার দিকে প্রতিবেশীর চিৎকারে তাঁর ঘুম ভাঙে; দেখেন গোয়ালঘরে আগুন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এর মধ্যেই চারটি গরু পুড়ে মারা গেছে।


     একটি গাভি দগ্ধ হয়ে গোয়ালঘর থেকে বাইরে চলে যায়। গুরুতর দগ্ধ আরেকটি গরুকে স্থানীয় লোকজন জবাই করেন। আগুন নেভাতে গিয়ে শাহ আলমও আহত হন। তাঁর দুহাত পুড়ে যায়। আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
    শাহ আলম আরও বলেন, মারা যাওয়া চারটি গরুর মধ্যে দুটি ষাঁড় গরু, একটি গাভি ও একটি বকনা বাছুর ছিল।


     তিনি কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক থেকে ২ লাখ টাকা ঋণ করেছেন। তিনি বলেন, ‘আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। কীভাবে আমার সংসার চলবে, বুঝতে পারছি না।’



    কালিয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান হবি বলেন,ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত্র হয়েছে।সেখান থেকে গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।অগ্নিকান্ডে চারটি গরু পুড়ে মারা গেছে।এছাড়াও দুইটি গরু অগ্নি দগ্ধ হয়েছে।


    উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান বলেন,মশার কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।কয়েলের আগুন ও গরুকে খাওয়ানো তুলা থেকেই আগুনের সূত্রপাত্র হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক শাহ আলমকে সহযোগিতা করতে উপজেলা প্রশাসনকে বলব।