বাসাইল উপজেলা প্রশাসনের বৃক্ষরোপন - বাসাইল নতুন সংবাদ ডটকম
|
ads
  • বাসাইল উপজেলা প্রশাসনের বৃক্ষরোপন

     


     


     

    নিজস্ব প্রতিবেদকঃ

    চেতন নাগরিকের অঙ্গীকার, প্রকৃতি পৃথিবী রক্ষার' এই স্লোগানে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ

    বৃহস্পতিবার (১৪আগষ্ট) সকালে বাসাইল উপজেলার সকল সরকারী অফিস সকল মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসায় একযোগে বৃক্ষরোপণ করেন।সকালে উপজেলা মডেল মসজিদের পাশে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আকলিমা বেগম এর উদ্বোধন করেন।

     

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃহিরা মিয়া, বাসাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বিথী,উপজেলা,পরিসংখ্যান শওকত আলী,উপজেলা সমবায় কর্মকর্তা মীর ময়--নুল হোসেন,বাসাইল পরিবার পরিকল্পনা কর্মকর্তা  রুপ জিন্নাত রিয়া,বাসাইল বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খান,উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, উপজেলা বিআরডিবি অফিসার  নুরুল ইসলাম প্রমুখ।