সাংবাদিক তুহীন হত্যাকারীদের দ্রুত বিচারের দাবীতে বাসাইলে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহীনের হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবীতে টাঙ্গাইলের বাসাইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা রিপোর্টাস ইউনিটির সাংবাদিকরা।
শনিবার (৯ আগষ্ট) বাসাইল বাসষ্ট্যান্ড চত্বরে রিপোর্টাস ইউনিটির সভাপতি ও বাংলা টিভি’র বাসাইল-সখিপুর প্রতিনিধি মোঃ রুবেল মিয়ার সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক এবং ‘দ্যা সাউথ এশিয়ান টাইমস’ পত্রিকার বাসাইল প্রতিনিধি মিলন ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বাসাইল প্রেসক্লাব ও রিপোর্টাস ইউনিটির প্রধান উপদেষ্টা ,চ্যানেল আই’য়ের টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ,প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম মিয়া, বিশিষ্ট ফুটবলার ও উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইউসুফ আলী খানসহ অন্যরা।
এসময় বক্তারা বলেন,গাজীপুরের সাংবাদিক তুহীনকে প্রকাশ্যে হত্যা করার এই দৃশ্য আইয়ামে জাহেলিয়ার যুগকেও হার মানায়। বাসাইলের সাংবাদিক সমাজ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। অপরাধের সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার এবং বিচারের আওতার আনার দাবী জানায় তারা। বক্তারা বলেন,হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে সেটা হবে ভবিষ্যতে মেধাবী সাংবাদিক তৈরীর প্রধান অন্তরায়।