টাঙ্গাইলের দেলদুয়ারে বিএনপি'র মত বিনিময় সভা - বাসাইল নতুন সংবাদ ডটকম
|
ads
  • টাঙ্গাইলের দেলদুয়ারে বিএনপি'র মত বিনিময় সভা




    নিজস্ব প্রতিবেদকঃ

    টাঙ্গাইলের দেলদুয়ার বিএনপি'র মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা নাল্লাপাড়া বাজারে আটিয়া, ফাজিলহাটি ও এলাসিন ইউনিয়ন বিএনপি'র উদ্যােগে এ সভা অনুষ্ঠিত হয়।


    এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের সভাপতি জুয়েল সরকার।

    ফাজিলহাটি ইউনিয়ন বিএনপি'র তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দেলদুয়ার উপজেলা বিএনপির সহসভাপতি আজাদ মিয়া প্রমুখ। 


    এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যন্য নেতা কর্মীর উপস্থিত ছিলেন। 

    এসময় বক্তারা বলেন, বিগত সময়ে দেলদুয়ার থেকে কেউই সংসদ সদস্য নির্বাচিত হয়নি। আগামী সংসদ নির্বাচন জুয়েল সরকারকে বিএনপি থেকে মনোনয়ন দেয়ার আহবান জানাচ্ছি।