টাঙ্গাইলে সখীপুরে বিএনপি'র চার গুরুত্বপূর্ণ নেতার স্বেচ্ছায় পদত্যাগ - বাসাইল নতুন সংবাদ ডটকম
|
ads
  • টাঙ্গাইলে সখীপুরে বিএনপি'র চার গুরুত্বপূর্ণ নেতার স্বেচ্ছায় পদত্যাগ

     




    নিজস্ব প্রতিবেদকঃ



    টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ বাছেদ মাষ্টার, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মোঃ আঃ মান্নান, গজারিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ আব্দুর রউফ ও বহুরিয়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ আঃ লতিফ মিয়াসহ মোট চারজন দলের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা পদত্যাগ করেছেন।


    স্বেচ্ছায় পদত্যাগ করা ওই নেতাদের স্বাক্ষরিত চিঠিতে তারিখের ভিন্নতা থাকলেও পদত্যাগের বিষয়টি প্রায় একই রকম। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁদের নিজ প্রোফাইলে এই চিঠিটি পোস্ট করেছেন। সোমবার দিবাগত রাত, মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত দেটার দিকে এই বিষয়টি ফেসবুকে প্রকাশ হলে তারা উপজেলার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার কারণে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা- সমালোচনা।