শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে যে রায় আসবে, এটার মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে: জুনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদকঃ
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন,
শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে যে রায় আসবে, এটার মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। একদিকে জনগণ যেমন ন্যায়বিচার পাবে, যারা অপরাধ করেছে তাদের ন্যায় বিচার বুঝিয়ে দিতে হবে। এই ন্যায় বিচার বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরী।
সোমবার(১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯ তম মৃত্যুবার্ষিকীতে ভাসানীর মাজারে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।
জুনায়েদ সাকি বলেন, আমাদের সামনে নির্বাচন, নির্বাচনটা অপরিহার্য। যে সংস্কারের আকাঙ্ক্ষা, রাষ্ট্রকে নতুন করে গণতান্ত্রিক জায়গায় দাঁড় করানো। নতুন রাজনৈতিক বন্দোবস্ত। একটি গণতান্ত্রিক পূর্ণ গঠনে দাবির আওয়াজ আকাঙ্খার তৈরি হয়েছে অভ্যুত্থানের মাধ্যমে, তার জন্য নির্বাচন জরুরী। কাজেই কোন শক্তি যেন নির্বাচনকে বানচাল করতে না পারে সেদিকে সকলের মনোযোগ দেয়া দরকার।
তিনি বলেন, জনগন হচ্ছে ক্ষমতার জায়গা। কোন কোন সংস্কার হবে সেটা জনগণ ঠিক করবে। সেই ক্ষমতা যেন জনগণের হাতে থাকে সেই ব্যবস্থা করতে হবে। নির্বাচনের মধ্য দিয়ে সেই লক্ষে একধাপ এগিয়ে যাবো।
এসময় গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় জেলার নেতৃবৃন্দ ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।
