বাসাইল রিপোর্টার্স ইউনিটির সঙ্গে নবাগত ওসির মতবিনিময় - বাসাইল নতুন সংবাদ ডটকম
|
ads
  • বাসাইল রিপোর্টার্স ইউনিটির সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

     



     

    নিজস্ব প্রতিবেদকঃ

    টাঙ্গাইলের বাসাইল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্প্রতি যোগদান করা আলমগীর কবিরের সাথে বাসাইল রিপোর্টার্স ইউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

     

     

    মঙ্গলবার ( ডিসেম্বর) দুপুরে বাসাইল থানা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় রিপোর্টার্স ইউনিটির সভাপতি-সম্পাদক সহ সদস্যরা নবাগত ওসিকে ফুলের শুভেচ্ছা জানান। বাসাইল উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সাংবাদিক পুলিশের মধ্যে পেশাগত সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়।

     

    নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, “বাসাইলকে একটি শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাবে। এক্ষেত্রে সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।


    আমি আশা করি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করবেন।তিনি বিশেষ করে মাদক কিশোর অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন।


    রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে নবাগত ওসিকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। তারা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং স্থানীয় সমস্যা সমাধানে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে প্রশাসনের পাশে থাকবে রিপোর্টার্স ইউনিটি।

     

    এসময় উপস্থিত ছিলেন বাসাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ সহদেব সূত্রধর, সাহিত্য সম্পাদক মিনহাজ উদ্দিন সুমন, দপ্তর প্রচার সম্পাদক আমিনুল ইসলাম জনি সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।