বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ হত না-বঙ্গবীর কাদের সিদ্দিকী - বাসাইল নতুন সংবাদ ডটকম
|
ads
  • বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ হত না-বঙ্গবীর কাদের সিদ্দিকী




    নিজস্ব প্রতিবেদকঃ

    কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন,আমি গত ১৪ বছর শেখ হাসিনার অনেক সমালোচনা করেছি।রাষ্ট্র শেখ হাসিনাকে যদি কেউ অন্যায় ভাবে অবিচার করে আমি সবার আগে তার সামনে দাঁড়াবো।সে বঙ্গবন্ধুর কন্যা।আজ যত লোক ফটরফটর করুক,বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ হতো না।বাংলাদেশ না হলে দালানকোঠা হতো না।


    শনিবার (২৮ জুন) বিকেল ৬ টায় কাদেরিয়া বাহিনীর আয়োজনে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিনিউটি সেন্টারে কাদেরিয়া বাহিনীর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ এনায়েত করিমের শোকসভায় তিনি এসব কথা বলেন।


    কাদের সিদ্দিকী বলেন,আপনি বঙ্গবন্ধু ও জিয়াউর রহমানকে মানবেন না।মুক্তিযুদ্ধ মানবেন না,স্বাধীনতা মানবেন না।আপনি বলে দ্বিতীয় স্বাধীন করছেন,কোন দেশ দ্বিতীয় বার স্বাধীন হয়? দ্বিতীয় বার কোন দেশ স্বাধীন হয় না।



    তিনি বলেন,জয় বাংলা দেশের-মুক্তিযুদ্ধের স্লোগান ও বাংলাদেশের স্লোগান।আমরা হয়তো ভুল করেছি।আওয়ামী সরকার ভুল করেছে।স্লােগানকে দলীয় রূপ দেয়ার চেষ্টা করেছে। মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্লোগান,মুক্তিযুদ্ধ স্বাধীনতার স্লোগান।জয় বাংলা স্বাধীনতার স্লোগান।আমরা স্লােগানকে মান্ন করব।আমরা সবখানে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু বলব।বাংলাদেশ আর বঙ্গবন্ধু কখনো বিচ্ছিন্ন না, এক শব্দ এক জিনিস ।বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের চিন্তা করা যাই না।



    তিনি আরও বলেন,শেখ হাসিনাকে উৎখাত করে আজকে যারা বসছেন তারা কিন্তু খুব ভালো করতে পারছেন না বা করছেন না।শেখ হাসিনার ১৬ বছর সরকার আমলে যে দুর্নীতি হয়েছে।১০ মাসের আমলে তার চেয়ে বেশি দুর্নীতি যদি হয় তাহলে কে ভাল ? প্রশ্নটা এখানে আসে।


    বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনের সভাপতিত্বে বক্তব্যে দেন, সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী,মুজিব বাহিনী টাঙ্গাইল জেলা প্রধান বীর মুক্তিযোদ্ধা আলমগীর খান মেনু,বীর বিক্রম আবুল কালাম আজাদ ,বীর প্রতিক ফজলুল হক,মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান,কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনসুর আজাদ সিদ্দিকী প্রমুখ।