টাঙ্গাইলে ঘাস কাটতে গিয়ে সেচপাম্পের তার পেঁচিয়ে প্রাণ গেল বৃদ্ধের
নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে ঘাস কাটতে গিয়ে সেচপাম্পের কভারবিহীন বিদ্যুৎ লাইনের তার শরীরে পেঁচিয়ে সবুর আলী (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (২৯ জুন) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী গ্রামে এ ঘটনা ঘটে। সবুর আলী একই গ্রামের চরপাড়ার মৃত কানছু সুতারের ছেলে।
জানা যায়, সবুর সকালে বাড়ির পাশের অদূরে ধানক্ষেতে ঘাস কাটতে যায়। পরে কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও সে বাড়ি না ফেরায় তার স্বজনরা খোঁজতে খোঁজতে পুকুর পাড়ে এসে দেখতে পায় সে সেচপাম্পের তার শরীরে পেঁচিয়ে পুকুর পাড়ের নিচে পড়ে আছে। পরে ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মরদেহ উদ্ধার করে।
সবুর আলীর ভাগ্নে বেলাল বলেন, জাকিরের সেচপাম্পের কভারবিহীন বিদ্যুতের লাইনের তারে হঠাৎ শরীরে পেঁচিয়ে তার মামা মারা গেছেন।
তার অভিযোগ, ধানের কাজ শেষ হয়ে গেলেও কেন সে এতদিন বিদ্যুৎ লাইন সচল করে রেখেছিল।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।এখনো কোন অভিযোগ পাইনি।