টাঙ্গাইলে ৫লক্ষ টাকার চোরাই গজারী কাঠ ভর্তি ট্রাক জব্দ ও গ্রেপ্তার ২ জন - বাসাইল নতুন সংবাদ ডটকম
|
ads
  • টাঙ্গাইলে ৫লক্ষ টাকার চোরাই গজারী কাঠ ভর্তি ট্রাক জব্দ ও গ্রেপ্তার ২ জন

     




    নিজস্ব প্রতিবেদকঃ

    টাঙ্গাইলের মির্জাপুরে সংরক্ষিত গজারি বনের কাঠ কেঁটে বিক্রি করার সময় পুলিশের অভিযানে 

    সংরক্ষিত বনের গজারি কাঠ একটি ট্রাক একটি মোটরসাইকেল একটি করাত জব্দ করা হয়েছে।

    ২৮ জুন শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়েরাবেতীল পুকুরপাড় এলাকায় মির্জাপুর থানার বাঁশতৈল পুলিশ ফাঁড়ির এসআই মোকলেছুর রহমান ও এসআই ফরহাদ সঙ্গীয় ফোর্স নিয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এঅভিযান পরিচালনা করেন।


    গজারি কাঠ ট্রাকে লোড দেয়ার সময় ঘটনাস্থল থেকে পুলিশ ২জনকে গ্রেফতার করেন এবং অন্যান্যরা দৌঁড়ে পালিয়ে যায়।গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়াপড়া গ্রামের জুনাব আলীর ছেলে মো.রুবেল এবং 

    একই এলাকার মোস্তফার ছেলে মিজানুর রহমান।এঘটনায় বাঁশতৈল ফাঁড়ির উপ-পরিদর্শক এস আই ফরহাদ হোসেন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ পূর্বক ও ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করে বন ও পরিবেশ সংরক্ষণ আইন এবং দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা দায়ের করেছেন।


    পুলিশ জানায়,আসামিরা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে সংরক্ষিত বনের গজারি কাঠ কেঁটে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন।


    বিষয়টি নিশ্চিত করে বাঁশতৈল ফাঁড়ির উপ-পরিদর্শক এস আই মোকলেছুর রহমান বলেন আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে গ্রেফতার কৃতের ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।