সমবেদনা জানাতে কাদের সিদ্দিকীর বাসায় সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু - বাসাইল নতুন সংবাদ ডটকম
|
ads
  • সমবেদনা জানাতে কাদের সিদ্দিকীর বাসায় সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু



    নিজস্ব প্রতিবেদকঃ

    কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী সহধর্মিণী  নাসরিন সিদ্দিকী মারা যাওয়ায় কাদের সিদ্দিকী ও তার পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিতে এবং সমবেদনা জানাতে তার বাসায় গিয়েছিলেন বিএনপির সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু । 

    বৃহস্পতিবার ( ১২ জুন) রাতে পৌরসভার জেলা সদর রোড়ে সোনার বাংলায় বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বাসভবনে কাদের সিদ্দিকীকে সমবেদনা জানান সাবেক এই মন্ত্রী।

     

    এই সময় নাসরিন সিদ্দিকীর মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


    এছাড়া এর আগে গত বুধবার সন্ধ্যায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপি'র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় সুলতান সালাউদ্দিন টুকু সহ জেলা বিএনপির নেতাকমীরা বঙ্গবীরের বাসায় বেশ কিছু সময় অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। 


    এদিকে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীর মৃত্যুতে বঙ্গবীরের বাসায়  সমবেদনা জানানোর জন্য দুই ভাই সাবেক উপমন্ত্রী সালাম পিন্টু ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু যাওয়াতে প্রশংসায় ভাসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে । 


    সাবেক এই উপমন্ত্রী সমবেদনার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য বাবু শ্যামল হোড়।