বাসাইলে মাইলস্টোন স্কুলে নিহতদের জন্য বিএনপির দোয়া মাহফিল
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেছে বাসাইল উপজেলা ও পৌর বিএনপি।
মঙ্গলবার (২২জুলাই)বিকালে উপজেলা কেন্দ্রীয় কার্যালয়ের উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে নেতা-কর্মীরা এই বিশেষ দোয়া মাহফিলে অংশ নিয়ে শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, ভিআর ডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খান, যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।