কাঞ্চনপুর ইউনিয়নে ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলে
বাসাইল উপজেলা কাঞ্চনপুর ইউনিয়নে সকল স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও পারস্পরিক বন্ধন
গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮
সেপ্টেম্বর ) কাঞ্চনপুর
বি. এ কামিল মাদরাসা
মাঠে কাঞ্চনপুর
ইউনিয়নের সকল স্কুল মাদরাসা এর
উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন
করা হয়।
খেলার
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত
প্রার্থী ( টাঙ্গাইল -৮) অধ্যাপক মোঃ
শফিকুল ইসলাম খান
আরও উপস্থিত
ছিলেন সরকারি সাদত কলেজের সাবেক প্রফেসর
আব্দুর
রহিম জাহাঙ্গীর
, কাঞ্চনপুর বি.এ কামিল মাসরাসার
প্রধান শিক্ষক আব্দুল বাতেন, কাঞ্চনপুর
কিম্মত আলী গোলাম রাব্বানী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক মোঃ
উসমান আলী মিয়া সহ বিভিন্ন স্কুল
মাদরাসা শিক্ষক ও ছাত্র ছাত্রী প্রমূখ।
ফাইনাল
খেলায় কাঞ্চনপুর কিম্মত আলী গোলাম রাব্বানী খান উচ্চ বিদ্যালয় এবং কাঞ্চনপুর বি.এ কামিল মাসারাসা
মুখোমুখি হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কাঞ্চনপুর কিম্মত আলী গোলাম রাব্বানী খান উচ্চ বিদ্যালয় ২-১ গোলে জয়লাভ করে।
