বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিত ৩ দফা রাষ্ট্র কর্তৃক প্রত্যাখান এবং পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবি বাস্তবায়নে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদকঃ
বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিত ৩ দফা রাষ্ট্র কর্তৃক প্রত্যাখান, কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবি দ্রুতই বাস্তবায়ন, ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি এবং প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষে গঠিত কমিটি প্রত্যখানের দাবিতে টাঙ্গাইলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মহাসড়কের রাবনা বাইপাসে এ সড়ক অবরোধ করে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা৷ এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তীতে পড়েন এ সড়ক দিয়ে যাতায়েতকারীরা৷
জানা যায়, পলিটেকনিক শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের লক্ষে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে৷ এরই ধারাবাহিকতায় বুধবার দুপুর ১২ টার দিকে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে সেনাবাহিনীর আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধ তুলে নিতে বলে৷ এক পর্যায়ে সেনাবাহিনীর সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরে দুপুর আড়াইদিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা৷
শিক্ষার্থীরা বলেন, বিএসসি ডিগ্রিধারীরা অযৌক্তিতভাবে ৩ দফা দাবি তুলে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তাদের দাবি রাষ্ট্রকর্তৃক বাতিল করতে হবে। তাদের এ কর্মসূচি বন্ধ না করা হলে পরবর্তীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। একই সাথে কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবি দ্রুতই বাস্তবায়নের দাবি করছি।
টাঙ্গাইলের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানভীর আহমেদ বলেন, এই অবরোধ চলাকালে মহাসড়কে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন ছিল।
তিনি আরও বলেন,অবরোধ চলাকালে মহাসড়কে দু পাশেই প্রায় ২৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। যানজটে যাত্রী এবং চালকরা ভোগান্তিতে পড়ে।
