সখীপুরে এক নারীকে গাছের সাথে বেঁধে নির্যাতন, থানায় মামলা, গ্রেপ্তার-৩
নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর স্বীকৃতির দাবি করায় এক নারীকে (৩০) গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে এক তরুণ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
এঘটনায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ৩টার দিকে রোজিনার বাবা মফিজ উদ্দিন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। থানায় মামলার পর পরই পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করেছেন।
বৃহস্পতিবার(২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হতেয়া রাজাবাড়ি বাজাইল এলাকায় এ ঘটনা ঘটে।মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
গ্রেপ্তারকৃতরা হলেন,প্রেমিক রশিদ (২২), তার বাবা আব্বাস আলী (৪৫) ও মা চন্দ্র ভানু (৪০)।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার হতেয়া-রাজাবাড়ি ইউনিয়নের হারিঙ্গাচালা গ্রামের রোজিনার (৩০) সঙ্গে একই উপজেলার বাজাইল গ্রামের আব্বাসের ছেলে রশিদের (২২) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। পরে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে হয় তাদের। বিয়ের পরে রশিদ তার বিভিন্ন আত্মীয়ের বাড়িতে রোজিনাকে নিয়ে বেড়াতেও যায়। কিন্তু স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলতে নারাজ।
বৃহস্পতিবার দুপুরে রোজিনা স্ত্রীর দাবি নিয়ে রশিদের বাড়িতে গেলে রশিদ এবং রশিদের বাবাসহ বাড়ির অন্য লোকজন মিলে রোজিনাকে গাছের সাথে বেঁধে ব্যাপক শারীরিক নির্যাতন করে। এতে রোজিনা গুরুতর আহত হন। খবর পেয়ে রোজিনার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া বলেন,আজ সোয়া ৩ টার দিকে মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।মামলা হওয়ার পর পরই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
