টাঙ্গাইলে তিতাসের মুল গ্যাস সঞ্চালন পাইপ ফেটে দুই উপজেলার ১৪ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, প্রায় দুই লাখ পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন - বাসাইল নতুন সংবাদ ডটকম
|
ads
  • টাঙ্গাইলে তিতাসের মুল গ্যাস সঞ্চালন পাইপ ফেটে দুই উপজেলার ১৪ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, প্রায় দুই লাখ পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন




    নিজস্ব প্রতিবেদকঃ


    টাঙ্গাইলে তিতাস গ্যাসের সঞ্চালনের লাইনের মুল পাইপ ফেটে দুই উপজেলার প্রায় ১৪ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়া ১৫ গ্যাস স্টেশন এবং মির্জাপুর শিল্প অঞ্চলের ৩৫টি প্রতিষ্ঠানেও গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে৷ 


    রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। 
    এদিকে গ্যাস পাইপের উপর পল্লী বিদ্যুতের খুটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ বন্ধ রয়েছে। বিদ্যুৎ স্বাভাবিক করতে শ্রমিকরা কাজ করছে। এতে দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা ।


    টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন বলেন, গ্যাস লাইনের উপর বিদ্যুৎ খুটি ছিলো। দুর্ঘটনার পর সে খুটি সরানোর কাজ চলছে। বতর্মানে তিন উপজেলার প্রায় দুই লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। 


    টাঙ্গাইল তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী মুন্না বলেন, টাঙ্গাইল সদর ও মির্জাপুর উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। গ্যাস লাইন মেরামতের কাজ করা হচ্ছে । তবে পুরোপুরি স্বাভাবিক করতে সময় লাগবে।