বাসাইলে ৫ দফা গণদাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ - বাসাইল নতুন সংবাদ ডটকম
|
ads
  • বাসাইলে ৫ দফা গণদাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ



    নিজস্ব প্রতিবেদকঃ

    টাঙ্গাইলের বাসাইলে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা গণদাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা মডেল মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।


     পরে পৌর শহরের জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম খান। 



    উপজেলা জামায়াতে ইসলামীর আমির আফজাল হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আমিনুল ইসলাম খান, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ, উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা শহীদুর রহমান সিদ্দিকী, উপজেলা জামায়াতের বাইতুলমাল সম্পাদক আব্দুল কারীম, পৌর শাখার সভাপতি ফরিদ হোসাইন, সেক্রেটারী আরিফুজ্জামান স্বপন প্রমুখ।