টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের - বাসাইল নতুন সংবাদ ডটকম
|
ads
  • টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

     





    নিজস্ব প্রতিবেদকঃ


    টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। 


    রোববার বিকেলে কাদের সিদ্দিকীর একান্ত সচিব ফরিদ আহমেদ বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামী করা হয়। 
    এর আগে শনিবার রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ার নিজ বাস ভবনে এ ঘটনা ঘটে। এসময় কাদের সিদ্দিকী দুটি গাড়ি ও জানালা ভাংচুর করা হয়। হামলার সময় কাদের সিদ্দিকী নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

    এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। অভিযোগটি আমলে নিয়ে কাজ করছি আমরা। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হবে। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

    কাদের সিদ্দিকীর বাড়ির কর্মচারীরা বলেন, শনিবার মধ্যে রাতে ১৫ থেকে ২০ জনের একটি দল মুখোশধারী হেলমেট পড়া অবস্থায় বাড়ির সামনে আসেন। বাড়ির মূল ফটক বন্ধ থাকায় বেশ কয়েকজন মই দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেন। এসময় তাদের কাছে দেশীয় অস্ত্র ছিল। প্রথমে তারা বাড়ির জেনারেটরের ভিতর থেকে অকটেন তেল বের করে এবং তারা সাথে কিছু তেল নিয়ে আসছিলো। পরে কাদের সিদ্দিকীর দুটি গাড়িতে ভাংচুর করে।


     এসময় গাড়িতে আগুন দেয়াও চেষ্টা করা হয়েছিলো। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে মই দিয়ে তারা বাড়ির বাইরে বের হয়ে যায়। পরে তারা বাইরে থেকে বাড়িতে ইট টুকরা নিক্ষেপ করে। এতে বাড়ির জানালা ভেঙে যায়। 

    এ ঘটনায় রোববার দুপুর ১২টায় নিজ বাস ভবনে বঙ্গবীর কাদের সিদ্দিকী  সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি বলেন, আমার বাড়িতে গতকাল রাতে হামলা করেছে। কারা করেছে আমরা জানি না। বলেন, আমার বাড়ি ভেঙেছে আরো ভাঙুক। বঙ্গবন্ধুর ৩২ নাম্বার বাড়িতে যখন গিয়েছিলাম, তখন আমার গাড়ি ভেঙেছিলো। আরো ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয়, দেশের কল্যাণ হয়, আমি সব সময়ই রাজি আছি।  


    এদিকে, টাঙ্গাইলের বাসাইলে কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাবেশের ব্যানারে একইস্থানে পৃথক সমাবেশকে কেন্দ্র করে প্রশাসন ১৪৪ ধারা জারি ছিলো। রোববার ভোর ৬ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকে। পরে কাদের সিদ্দিকী সমাবেশে যায়নি।