যেদিন আমরা রাস্তায় নামবো,সেদিন লাঠি না,বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী
নিজস্ব প্রতিবেদকঃ
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন,যতদিন বাংলাদেশ থাকবে,ততদিন জয় বাংলা থাকবে।যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বাংলাদেশের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব থাকবে।আমি আবারও বলছি যারা হঠকারি করছেন,তারা শেখ মুজিব আর শেখ হাসিনাকে মিলাবেন না।আপনাদের খোঁজে পাওয়া যাবে না।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরে কাদের সিদ্দিকীর নিজ বাসা সোনার বাংলায় কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের জরুরি সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন,পুলিশ সাবরা বাইরে দাঁড়িয়ে রয়েছে।ওনাদের লাঠি-লুঠির যাতে প্রয়োজন না হয়।যেদিন আমরা রাস্তায় নামবো,সেদিন লাঠি না,বন্দুকও কিছু করতে পারবে না।
তিনি বলেন,আমরা একটা অত্যন্ত খারাপ সময় পার করছি।যে আশা ও ভরসা নিয়ে আমরা আমাদের যৌবনে মুক্তিযুদ্ধে করে ছিলাম।সেই আশা-ভরসা আজকে ধূলিসাৎ হতে চলেছে।
কাদের সিদ্দিকী বলেন,আঘাত এসেছে আমার বাড়ির উপরে।সেইজন্য কিছু বলতে আমার কষ্ট হয়।তবুও যেহেতু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আঘাত।স্বাধীনতার বিরুদ্ধে আঘাত।সেহেতু বলতে বাধ্য হচ্ছি।সব জিনিসের একটা নিয়ম আছে।আমি অবাক হয়েছি মুক্তিযোদ্ধাদের সমাবেশে ১৪৪ ধারা জারি করতে হয়।এটাও একটি রেকর্ড হয়ে রইল।মুক্তিযোদ্ধারা একত্রিত হবে,তাদের মিটিং ১৪৪ ধারা জারি করে বন্ধ করা হয়েছে।এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা হয়েছে।এখন আর আমার মরার জন্য ভয় নাই।
তিনি বলেন,আমি চাই দেশে শৃঙ্খলা থাকুক।যে দেশকে আমরা স্বাধীন ও মুক্ত করেছি।মানুষ নিরাপত্তে সমান্যের সাথে থাকতে পারুক। এটা আমি চাই বলেই,যখন খুশি, যা খুশি আমি করতে পারি না।বাকু জীবনেও তা করব না।কিন্তু প্রতিবাদ আমি করবোই।
তিনি আরও বলেন,সেই জন্য তোমাদের অনুরোধ করছি।সমানে কঠিন দিন আসছে।তোমাদের রাস্তায় নামতে হবে।শক্তির চাইতে বড় কিছু নাই।তবে সেই শক্তি হতে হবে,নিয়ন্ত্রিত শক্তি।অনিয়ন্ত্রিত শক্তির কোন মূল্য নাই।তোমরা কোন চিন্তা করও না।ন্যায়ের পক্ষে সব সময় আল্লাহ থাকেন।পাকিস্তানিদের যে অস্ত্র ও শক্তু ছিল।তার চেয়ে হাজারবার শক্তি আমাদের কম ছিল।আমরা জয়ী হয়েছিলাম।
এসময় বক্তব্যে দেন,যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল, ফজলুল হক বীরপ্রতিক,কৃষক শ্রমিক জনতা লীগের বাসাইল উপজেলা শাখার সভাপতি রাহাত হাসান টিপু,কৃষক শ্রমিক জনতালীগের সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব প্রমুখ।
