বাসাইল উপজেলা পেশাজীবী অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ - বাসাইল নতুন সংবাদ ডটকম
|
ads
  • বাসাইল উপজেলা পেশাজীবী অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ




    নিজস্বপ্রতিবেদকঃ

    টাঙ্গাইলের বাসাইল উপজেলা পেশাজীবী অ্যাসোসিয়েশন নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা কেন্দ্রীয় মসজিদ অডিটরিয়ামে প্রথম পুর্নমিলনী অনুষ্ঠানের মাধ্যমে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

    দলমত নির্বিশেষে বাসাইলের অগ্রযাত্রাকে সন্মুখগামী করার লক্ষ নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু করা হয়েছে বলে আয়োজকরা জানান। তারা আরো জানান, প্রায় ১শত দশ বছরের পুরাতন উপজেলা এটি। দেশের প্রশাসনিক পর্যায়ে বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল স্থানে বাসাইলের অনেক কর্মকর্তা রয়েছেন।


     বাসাইলের উন্নয়নে এসব ব্যাক্তিরা সম্পৃৃক্ত হবার ইচ্ছা থাকা সত্বেও শুধুমাত্র সকলের সাথে যোগাযোগের দূরত্বের জন্য সম্পৃক্ত হতে পারেন না। সকলকে এক ছাদে নিয়ে এসে বাসাইলকে আরো আলোকিত করে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়াই এই সংগঠনের মূল লক্ষ্য।

    অনুষ্ঠানে সকলের মধ্যে আলোচনা সাপেক্ষে যুগ্মসচিব কামরুল ইসলামকে আহবায়ক এবং প্রফেসর ড. মোহাম্মদ বদিউজ্জামান খানকে সদস্যসচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি করা হয়।


     কমিটির অন্যান্য সদস্যরা হলেন,বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের যুগ্মসচিব আমিনুল ইসলাম, প্রফেসর মো: মোশারফ হোসেন, অর্থ মন্ত্রনালয়ে উপসচিব আমিন শরিফ সুপন, পুলিশ সুপার মেরিন সুলতানা , উপসচিব মাসুম আলী বেগ, পুলিশ সুপার এস এম তারেক রহমান, লে: কর্নেল   ডা. ছানাউল হক টুটুল,   সহযোগী অধ্যাপক মোয়াজ্জেম হোসেন ভুইয়া, সহযোগী অধ্যাপক কামরুজ্জামান আহমেদ, সহযোগী অধ্যাপক আলী আজম , এসপিও উজ্জল রহমান, কৃষি কর্মকর্তা তৌহিদুজ্জান খান, সহকারী রাজস্ব কর্মকর্তা কবিরউদ্দিন আহমেদ, মো: এনামুল হক, সহকারী অধ্যাপক মাহামুদা বেগম যুথী, বৈজ্ঞানিক কর্মকর্তা শাহনাজ আক্তার। 


    এবিষয়ে সংগঠনের আহবায়ক যুগ্মসচিব কামরুল ইসলাম বলেন, নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা এবং যেকোন সমস্যায় সহযোগীতা করা, এলাকার উন্নয়ন,মেধাবী শিক্ষার্থীদের দিকনির্দেশনা   দেয়াসহ ভাল কাজগুলিকে ত্বরান্বিত করবে এই সংগঠন।