একটা হারানো বিজ্ঞপ্তি তপন পাগলার সন্ধান চাই
একটা হারানো বিজ্ঞপ্তি তপন পাগলার সন্ধান চাই
মোঃমিনহাজ উদ্দিন সুমন
বাসাইল উপজেলা প্রতিনিধি
বাসাইলের সু-পরিচিত তপন কুমার দাস ওরফে তপন পাগলা গত ১০দিন যাবত সে নিখোজ বাসাইল পৌর এলাকার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তার বিচরণ ছিল চোখে পড়ার মত,তার অনুপস্থিতিতে যে কোন সামাজিক রাজনৈতিক অনুষ্ঠান থাকে নিষ্প্রাণ । বিভিন্ন অনুষ্ঠানে অতিথিদের আগেই উপস্থিত হত তপন পাগলা। এজন্য সবার কাছেই তপন পাগলা ছিল সু-পরিচিত। তপন পাগলাকে হারিয়ে তার পরিবার দিশেহারা হয়ে পড়েছেন। তপন পাগলা টাঙ্গাইলের বাসাইল রায়বাড়ী এলাকার সুধীর কুমারের ছেলে। সে শারীরিক প্রতিবন্ধী। যদি কোনও সু-হৃদয় ব্যক্তি তপন পাগলার সন্ধান পান তাহলে তার বাবা সুধীর কুমারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল- ০১৮৬৬৫১৪৯৫১,০১৭১৮-২৬৬২৩৯
তথ্যটি শেয়ার করে তপন পাগলাকে খুঁজে পেতে সহায়তা করার জন্য সবাইকে অনুরোধ রইল।
