বাসাইল পাথর ঘাটা যোগাযোগের একমাত্র রাস্তা যাহা বাসাইল উপজেলাএবং মির্জাপুর উপজেলার সংযোগ স্থল।
বাসাইল পাথর ঘাটা যোগাযোগের একমাত্র রাস্তা যাহা বাসাইল উপজেলাএবং মির্জাপুর উপজেলার সংযোগ স্থল।
বাসাইল,
টাঙ্গাইল প্রতিনিধি
সিংগার
ডাক ও পাথর ঘাটার
মধ্যবর্তী বংশাই নদী বিচ্ছিন্ন করে রেখেছে। রাস্তাটি অত্র এলাকার জন্য অতিব জনগুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে
আমাদের পূর্ব অন্ঞ্চলের জনসাধারণ তথা সখিপুর, কালিয়াকৈরের উত্তর অংশ, গাজীপুর এবং মির্জাপুরের সম্পুর্ণ পাহাড়ি অন্ঞ্চলের মানুষের টাংগাইল জেলা শহরের একমাত্র যোগাযোগের সহজতম রাস্তা হল পাথর ঘাটা
বাসাইল রাস্তা। অথচ বাসাইল সিংগার ডাক, মির্জাপুর
- পাথর ঘাটা ; কালিয়াকৈর, গাজীপুর, সখিপুর, হতে পাথর ঘাটা সকল রাস্তা পাকা সত্যেও পাথর ঘাটা সিংগার ডাকের সংযোগ স্থল বংশাই নদীর উপর অদ্ধাবদি
কোন সেতু নির্মাণ হয়নি।
এই
হেন পরিস্থিতিতে অত্র অন্ঞ্চলের মানুষের সীমাহীন দুর্ভোগের শেষ নেই। নদীতে পারাপারের জন্য একমাত্র বাহন হিসাবে খেয়া নৌকাই ভরসা। এই খেয়া নৌকার
মাধ্যমে প্রতি দিন লাখো মানুষর ভীড় করে ; এছাড়া রিকশা, ভ্যান, সিএনজি, এবং হাজারো মটর বাইক। ফলে এই লাখো মানুষ
ও যানবাহন পারাপারের সময় অনেক যানবাহন ও জনমানব নদীগর্ভে ডোবে
যায়।
এছাড়াও
অত্র অন্ঞ্চলে অনেক গুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যার শিক্ষার্থীরা এই খেয়া পারাপারের
মাধ্যমেই শিক্ষালয়ে যেতে প্রানের ঝুঁকিতে সদা সন্ত্রস্ত থাকতে হয়। তাই
আমরা এলাকাবাসী মাননীয় সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস
সাহেবের সমীপে
আকুল আবেদন আপনার
স্বহৃদয় হস্তক্ষেপের মাধ্যমে আমাদের
স্বপ্নের সেতু " পাথর ঘাটা সেতু নির্মাণ
পূর্বক ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের স্মৃতি
চিহ্ন অত্র অন্ঞ্চলে র উজ্বল নক্ষত্র
হিসাবে টিকে থাক।
মোঃমিনহাজ
উদ্দিন সুমন