বাসাইলে কাউলজানী ইউনিয়নে সুন্যা ৮নং ওয়ার্ডে শাহ্ সুফি লাল মামুদ ফকিরের ওরশে হাজারো ভক্তের ঢল - বাসাইল নতুন সংবাদ ডটকম
|
ads
  • বাসাইলে কাউলজানী ইউনিয়নে সুন্যা ৮নং ওয়ার্ডে শাহ্ সুফি লাল মামুদ ফকিরের ওরশে হাজারো ভক্তের ঢল


     বাসাইলে কাউলজানী ইউনিয়নে সুন্যা ৮নং ওয়ার্ডে শাহ্ সুফি লাল মামুদ ফকিরের  ওরশে হাজারো ভক্তের ঢল

     

    নিজস্ব প্রতিবেদক:

    টাঙ্গাইলের বাসাইলে শাহ্ সুফী লাল মামুদ ফকিরের  দরবার শরীফের উদ্যোগে শুরু হয়েছে  ঐতিহাসিক ৩৯ তম পবিত্র ওরশ মোবারক। এ উপলক্ষ্যে বাসাইল উপজেলার সুন্যা গ্রামে লাল মামুদ ফকিরের  হাজারো ভক্ত আশেক-আশেকানের ঢল নেমেছে। ১৯ ফেব্রুয়ারি ওরশের মূল কার্যক্রম পরিচালিত হলেও কয়েকদিন আগে থেকেই ভক্তদের আগমনে মাজার এলাকা মুখোরিত হয়ে উঠেছে।


    ওরশ উপলক্ষে মাজারের পাশে বসেছে ঐতিহ্যবাহী গ্রাম্য মেলা। এছাড়া মিলাদ মাহফিল, তবারক বিতরণ ও আধ্মাতিক সঙ্গীত পরিবেশন করা হচ্ছে। ওরশের,দেশ বরেণ্য বাউল শিল্পী শফিক সরকার ও সাথী  সরকার আধ্মতিক সংগীত পরিবেশন করেন।


    লাল মামুদ চাঁন (রঃ) দরবার শরিফের ওরশের সভাপতিত করেন মোতালেব পীরসাব   জানান, অত্যন্ত সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ওরশের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। লাল মামুদ ফকিরের  (রঃ) স্বরণে প্রতিবছরই এই ওরশের আয়োজন করা হয়।


    মোঃমিনহাজ উদ্দিন সুমন 

    বাসাইল, টাঙ্গাইল 

    তারিখঃ

    ২০-০২-২০২৪